রক্তদান এবং রোজা রেখে রক্তদান নিয়ে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমামের বক্তব্য
***** রক্তদান এবং রোজা রেখে রক্তদান নিয়ে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমামের বক্তব্য *****
রক্তদান এবং রোজা রেখে রক্তদান নিয়ে বায়তুল মোকাররম মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতি মুহিবুল্লাহিল বাকী নদভী এর বক্তব্য নিম্নে তুলে ধরা হলঃ
** “বিসমিল্লাহির রাহমানির রাহিম, আজকে আমি আমার মুসলিম ভাই এবং মানবসমাজকে একটি বিষয়ে আলোচনা করতে চাচ্ছি, সেটা হল "রক্তদান"।
আর রক্তদান করা একটা রোগীর সেবার অন্তর্ভুক্ত । কারন কোরআনে হাকিমে আছে, " যে ব্যক্তি কোন মানুষের জীবন রক্ষা করল, সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল"। তাহলে এই আয়াত থেকে বোঝা যাচ্ছে, আপনি একটু সামান্য রক্ত দিয়ে কোন ব্যক্তির জীবন যদি রক্ষা করেন তাহলে আপনি যেন পুরো মানবসমাজকে রক্ষা করলেন।
আল্লাহপাক আমাদেরকে এই রক্তদান করার মাধ্যমে মানবজাতির খেদমত করার তওফিক দান করুন, বিশেষ করে যে সমস্থ রোজাদার ব্যক্তি আছে তাদের মনের মধ্যে এই সন্দেহ না থাকা উচিৎ যে আমরা বোধহয় রক্ত দিলে রোজা ভেঙ্গে যাবে। আপনি রোজা অবস্থায় রক্ত দিলে রোজা ভাঙ্গবে না বরং রোজার সওয়াবও পাবেন এবং আপনি যে নিজেকে মানব সমাজে মানবের খেদমতে বিসর্জন করলেন, ত্যাগ করলেন রক্ত দিয়ে এটার সওয়াবও দুইটা একসাথে পাওয়া যাবে।
অতএব, আমাদেরকে শঙ্কিত না হওয়া উচিৎ যে রোজা রেখে রক্ত দেয়া যাবে কি না।
রোজা রেখেও রক্ত দেয়া যাবে, শুধুমাত্র আপনাকে যদি ডাক্তার বলে, আপনি অসুস্থ রক্ত দেয়া যাবে না, সেই সময় ছাড়া সবসময় আমরা রক্ত দেবো এবং রক্ত দেয়ার জন্য আরেকজনকে উতসাহিত করবো। এতে করে আমাদের মনের মধ্যে একটা মানবতার প্রতি দরদ সৃষ্টি হবে এবং আপনি যেদিন রক্তের মুখাপেক্ষী হবেন সেইদিন আপনার জন্যও হাজার হাজার মানুষ রক্ত দেয়ার জন্য তৈরি হয়ে যাবে। আল্লাহপাক যেন আমাদেরকে এই কাজটি করার,এই সৎ কাজটি করার তওফিক দান করেন।
@কপি পোস্ট